Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

খেলাধুলা ও বিনোদন

বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের প্রত্যন্ত উপজেলা আমতলী। কৃষি নির্ভর গ্রামীন সমাজ ব্যবস্থায় গ্রামীন খেলাধুলার পাশাপাশি আধুনিক খেলাধুলার প্রচলন রয়েছে। এখানকার স্থাণীয় খেলাধুলার মধ্যে- হাডুডু, ফুটবল ও ক্রিকেট বেশ জনপ্রিয়তা লাভ করেছে। বিশেষ করে আমতলী থেকে প্রতি বছর শিশু ও গ্রমীন খেলাধূলায় জেলা পর্যায় থেকে বিটিভি পুরুষ্কার লাভ করে আসছে। সব মিলিয়ে আমতী খেলাধূলায় খুবই ভলো।

ঐতিহ্যগত কারণে এখানে খেলাধুলা ও বিনোদনে বৈচিত্র্য লক্ষ্য করা যায়। ফুটবল, হাডুডু, কুস্তি, কানামাছি খেলার পাশাপাশি স্থানীয় খেলার প্রচলন আছে। এছাড়া নদী প্রধান হওয়ায় নেীকা বাইস খুবই জনপ্রিয় খেলা।